এখন আমি আপনাদের সামনে যে ছবিটা বর্ণনা করতে চলেছি সেটা হচ্ছে একটা খাদ্যের ছবি। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছেন একটা থানার মধ্যে রয়েছে এবং ছোট মাছ তার সাথে রয়েছে পুঁইশাকের ডিম একসাথে ভাজি করা। এখন আমাদের এলাকায় ঘের ঘাটের সিজন। এজন্য ছোট মাছ বেশি বেশি পাওয়া যায়। এক কেজির দাম 70 থেকে 100 টাকা পর্যন্ত হয়ে থাকে। পুইশাক এটা সচরাচর 30 থেকে 50 টাকা এর মধ্যে থাকে কেজি। আজকের এটা খেয়েছি সকালবেলা। আমার খুব ভালো লেগেছে। ছবিটা আপনাদের জন্য উঠিয়ে দিলাম যাতে করে আপনারা এটা দেখে একটু আনন্দ উপলব্ধি করতে পারেন। ভাত, ছোট মাছ, পুইশাকের ডিম
コメント
0