এখন আমি আপনাদের সামনে যে ছবিটা বর্ণনা করতে চলেছে সেটা হচ্ছে ভাত খাওয়ার দৃশ্য। আপনি ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছেন একটা প্লেটে নাইলোটিকা মাছের মাথা ও দাগা রয়েছে। আর তার অপর প্রান্তে রয়েছে বেগুন রান্না করা। বাংলাদেশে তেলাপিয়া নাইলোটিকা মাছ গুলোর দাম কম হয়ে থাকে। এ জন্য সকলেই খেতে পারে আলহামদুলিল্লাহ। আর বেগুন বাংলাদেশের সবজি সময়ের মধ্যে অন্যতম একটি সবজি। এক কেজির দাম 60 থেকে 70 টাকা পর্যন্ত হয়ে থাকে গ্রামের বাজারে। আর আমাদের শহরে 100 থেকে 120 টাকা হয়ে থাকে। যাই হোক ছবিটা আপনাদের মাঝে শেয়ার করলাম যাতে করে আপনারা একটু আনন্দ উপলব্ধি করতে পারেন। নাইলোটিকা মাছ, বেগুন।
コメント
0