ভেটকি মাছ দিয়ে ভাত খাওয়ার দৃশ্য। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করতে পেয়েছেন একটা প্লেটে ভেটকি মাছের মাথা রাখা হয়েছে এবং তার নিচে রয়েছে ভাত যা গতকাল দুপুরবেলা এক বাড়িতে এই খাবারগুলো আমি খেয়ে এসেছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মাছ সমূহের মধ্যে অন্যতম মাছ। ভেটকি মাছ 1 কেজি মাছের দাম ৪০০ থেকে ১০00 টাকা পর্যন্ত. বড় বড় মাছ গুলোর দাম আরো বেশি হয। ় আপনি যত প্রকার মাছ খাবেন না কেন, ভেটকি মাছের স্বাদে অন্য কোন মাছ কোনদিন পারবে না। মাছের একটা বিশেষত্ব রয়েছে সেটা হচ্ছে এ মাছের আইশ হয় না। যার ফলে নির্দ্বিধায় মাছ গুলো ধনী মানুষেরা কিনে খেয়ে থাকে। ভেটকি মাছের মাথা, ভাত
コメント
1