বেলে মাছ ভাজা দিয়ে ভাত খাওয়ার একটা সুন্দর দৃশ্য। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছেন একটা প্লেটের উপরে অনেকগুলো বেলে মাছ ভাজা রয়েছে। আমাকে বলছিল হুজুর আপনি যতটা পারেন খেয়ে নেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের দামি মাছ সমুহের মধ্যে বেলে মাছ সবচেয়ে অন্যতম।। এ মাছ এ মাছটি রোগীর খাবার হিসেবে ব্যবহার হয়। এক কেজি মাছের দাম হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। তাই আপনাদের মাঝে শেয়ার করলাম যাতে করে আমরা একটু আনন্দ করতে পারেন। বেলে মাছ, খাওয়ার দৃশ্য
コメント
0