আমার বাড়ীর তিনদিক ঘেরা বিস্তীর্ণ আমবাগান। মালদাবাসী হওয়ার এই মজা। কিন্তু বাগানের মধ্যে যে সাদা ছোট্ট বাড়ীটি দেখা যাচ্ছে! সেই বাড়ী থেকেই ভেসে আসে রোজ প্রভাতী বাঁশির সুর। যিনি বাজান তাঁকে আমরা চিনি শিবেন জ্যেঠু বলে। যিনি কর্মসূত্রে ঝালমুড়ি বিক্রেতা। কিন্তু তাঁর মজ্জায় মজ্জায় যেন স্বয়ং সরস্বতী। কোনও প্রশিক্ষণ নেই শুধুমাত্র ইচ্ছের ভরেই বাজান বাঁশি। আর রোজ প্রভাতটা করে তুলেন মনোরম। আজকে আমি ভিডিওটা বানালাম আমাদের বাড়ী থেকে । দেখার ও শোনার অনুরোধ রইল। গ্রামের নাম -মোকাতিপুর, পুরাতন মালদহ। #গ্রামেরগল্প
コメント
0