এই খেজুর গুড়ের হাড়িগুলো দেখলে অমিতাভ বচ্চন অভিনীত 'সওদাগর' ছবির কথা মনে পড়ে। নরেন্দ্রনাথ মিত্রের বিখ্যাত ছোট গল্প ' রস' অবলম্বনে পরিচালক সুখেন্দু রায় ১৯৭৩সালে তৈরি করেন ছবিটি।ঐ ছবিতে এক গুড়ওয়ালার ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেন তিনি। শুটিং হয়েছিল দক্ষিণ ২৪ পরগণার ভেড়ি অঞ্চলের আশেপাশে। নীচের ছবিগুলো অবশ্য তোলা হয়েছে নদীয়া জেলার সীমান্তবর্তী এলাকা মাজদিয়ায়। এখানে আছে পঃবাংলার এক অন্যতম খেজুরগুড়ের হাট।শয়ে শয়ে গুড়ের হাড়ি আসে হাটে।চলে পাইকারি কেনাবেচা। তারপর হাঁড়ির মুখ বন্ধ করে চক দিয়ে হাঁড়ির গায়ে খরিদ্দারের বা তার সংস্থার নাম লিখে ম্যাটাডর/মিনিহাতি ভর্তি হয়ে চলে যায় রাজ্যের বিভিন্ন গন্তব্যে, এমনকি রাজ্যের বাইরেও। রবি ও বুধবার বসে হাট।তবে শীতকালে প্রতিদিনই চলে কেনাবেচা।
コメント
0