কাষ্ঠ শালী পাখিরালয় বা চুপির চর পূর্বস্থলিতে গত রোববারের বিকাল ও সন্ধ্যা। পরিবেশ মনোরম, থাকা খাওয়ার সব রকম ব্যাবস্থা আছে,পাখি খুব বেশী দেখতে পাই নি, দেখলেও ছবির তোলার মত কামেরা ছিল না তাতে অবশ্য আনন্দ কম পড়ে নি কিছু। নৌকা করে ঘুরে বেড়ানো ওই বিশাল বিস্তৃত জলাভূমিতে সূর্য ডোবার সময় ,তার আনন্দই আলাদা। পূর্বস্থলি, পূর্ব বর্ধমান #নৌকা #গ্রাম #লোকজন #বাংলাদেশ
コメント
0