সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পরেছে। জেলেরা নদীতে জাল ফেলে মাছ ধরতে ব্যস্ত। আসলে ফারাক্কা বাঁধের জন্য এই অঞ্চলে নদী যেমন চওড়া তেমন গভীর। তাই বড় বড় মাছ বিশেষ করে আর মাছ, কতল মাছ ইত্যাদি এখানে পাওয়া যায় । 20/ 25 কেজির মাছ হামেশাই ধরা পড়ে । মালদার বাজারে এই নদীর মাছের চাহিদাও খুব। তাই মৎস্যচাষ এই অঞ্চলের প্রদান জীবিকা। ভাঙনের দুঃখ থাকলেও লোকেরা মাছ ধরে কিছুটা অর্থের যোগান করতে পারে। খরযুরিয়া ঘাট, বৈষ্ণবনগর, মালদা। 16.03.2023
コメント
0