মালদার বৈষ্ণবনগরের , ছোট্ট গ্রাম খেজুরিয়া। গঙ্গা যেখানে প্রায়শই ভাঙতে থাকে পরবর্তী দুই পাড়। গাছ পালা , বাড়ি ঘর, স্কুল কত কিছু তলিয়ে গেছে এই গঙ্গায়। এখান থেকে খুব কাছে ফারাক্কা বাঁধ। নদীর মাঝে বড়ো বড়ো চর পড়ে আছে। তাই নদীর ওপর দিকটা দেখাই যায় না এক পাড় থেকে। এখানে গঙ্গা নদী ভীষণ চওড়া। ওপারে রয়েছে ঝাড়খন্ড। এই সুন্দর সন্ধ্যায় দাড়িয়ে ভাঙনের বিষয়টাকে উপেক্ষা করতে পারি নি।
コメント
0