পরিবহন জগতে নিত্য নতুন আইডিয়ার গাড়ির সাথে সন্মানিত যাত্রীদের পরিচয় করিয়ে দিতে এম আর পরিবহন বদ্ধ পরিকর। তারই ধারাবাহিকতায় শুধু মাত্র সাতক্ষীরার স্থানীয় যাত্রীদের ভ্রমণে ভিন্নমাত্রার স্বাদ দিতে এম আর পরিবহনের বহরে যুক্ত হলো এই বিশেষ মডেলের বাস। আশা করি সাতক্ষীরার স্থানীয় যাত্রীদের বিশেষ মডেলের এই গাড়িতে ভ্রমণ আনন্দদায়ক ও সুখময় হবে।
コメント
0