আমরা যারা নিশ্চিন্তপুর থেকে বেশ দূরে আছি ইচ্ছা হলেই হাত বাড়িয়ে এসব মিঠাই পাবো না! তার চেয়ে বরং দুএকটা ঐ অন্চলের আশেপাশের মেলার নাম কিংবা হাটবারসহ গ্রামীণ হাটের নাম উল্লেখ থাকুক। সামনের বসন্ত উৎসবের সময় পায়রাডাঙ্গা হয়ে রানাঘাট। সেখান থেকে গাঙনাপুর হয়ে নিশ্চিন্তপুর ইষ্টিশনে নেমে খুজে নেব মেলার মাঠ কিংবা গ্রামীণ হাট। মুশকিল আসানে মিঠাই সহ পেয়ে যাবো গ্রামীণ মেলার হারানো সেই পুরনো ছন্দ।
コメント
0