লন্ডনে গিয়ে সবচাইতে যেটা মজা লেগেছে বাংলাদেশী বাজারের এলাকায় গিয়ে। এ জায়গাটির নাম হোয়াইট চেপেল। বাংলাদেশের এমন কোন সবজি নেই যেখানে পাওয়া যায় না, মজার বিষয় হচ্ছে সবকিছু কিন্তু ফ্রেশ। লাউ, করলা, পটল, বড়ই ,চালতা, কাঁচা কলা, পেঁয়াজকলি, ঢেঁড়স। মনে হচ্ছিল যেন বাংলাদেশে আছি। সেই সাথে রয়েছে বিভিন্ন বাহারি ধরনের বাংলাদেশী রান্নার রেস্টুরেন্ট। আপনারা যারা লন্ডনে যাবেন একবারের জন্য হলেও এই হোয়াইট হোয়াইট চেপেল এলাকায় যে একটু সময় কাটিয়ে আসতে পারেন।❤️❤️❤️❤️❤️
コメント
0