আমার পড়শি গাঁয়ের একটি মেলার ছবি ৷ 
মা আর ছেলের জীবনের গল্প মাটির কথা ৷ 

গাজীর মেলাচাকদার শ্রীনগরের গাজীপুরের এই মেলাটি বহুল প্রচারিত একটি বিখ‍্যাত মেলা। জনস্রুতিতে এই গ্রামীণ মেলা বহুলাংশে প্রচারিত। না জানি এর পরতে পরতে কতো ইতিহাস আর গল্প থেকে গেছে!
মেলায় তো আমরা নিজেকে বৃহত্তর ভাবে অনুভব করি। বিশ্বায়নের এই যুগেও
আজো গ্রামীণ মেলা আমাদের প্রেরনার বিষয়! এই সব গ্রামীণ মেলার সাথে জড়িয়ে আছে আমাদের কৈশোরের স্বপ্নসন্ধ‍্যানী নানা রঙের দিনগুলি! প্রচারের আলোয় উজ্জল থাকুক অতীতের প্রেরনা  আর সাধের গ্রামবাংলার মেলা!
কাদাঘাটা 
শ্রীনগর 
নদীয়া

- 0 0
Fzr | 5 購読者
 2観覧   2023-03-18
コメントするには ログイン するか 登録 をしてください。